শিরোনামঃ-

» পূবালী ব্যাংক পিএলসি শাহী ঈদগাহ শাখায় ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২৪ | রবিবার

পূবালী ব্যাংক বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বস্থতার প্রতীক : মো. ফজলুল কবির চৌধুরী

ডেস্ক নিউজঃ

পূবালী ব্যাংক পিএলসি সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবির চৌধুরী বলেছেন, পূবালী ব্যাংক বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বস্থতার প্রতীক। জন্মলগ্ন থেকেই এ ব্যাংক দেশের মানুষের সেবা করে যাচ্ছে। দেশে আর্থিক খাতের সংকটের সময়ও পূবালী ব্যাংক ছিল অবিচল। গ্রাহকদের আরো বেশি গুনগত সেবা দিতে দেশের প্রতিটি শাখায় পর্যায়ক্রমে ‘ইসলামিক কর্ণার’ স্থাপন করা হচ্ছে। পূবালী ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

রবিবার (১০ নভেম্বর) বিকেলে সিলেট নগরীর পূবালী ব্যাংক পিএলসি শাহী ঈদগাহ শাখায় ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি ফিতা কেটে শাহী ঈদগাহ শাখায় নব আঙ্গিকে সজ্জ্বিত ‘ইসলামিক কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন।

পূবালী ব্যাংক পিএলসি শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক কাজী মোছা. মাহবুবা বেগম এর সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার মো. ফয়সল আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ, সিলেট পূর্ব অঞ্চলের সহ-মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার, মহিলা কলেজ ইসলামিক শাখার প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কবিরুল ইসলাম।

অনুষ্ঠানে গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, জুবায়ের রকীব চৌধুরী ও হাসান মুরাদ খান রুমী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহী ঈদগাহ শাখার ব্যবস্থাপক কাজী মোছা. মাহবুবা বেগম।

অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফিজ ক্বারী মাওলানা মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শাহ মীর (রহ.) হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার হযরত শিক্ষা সচিব হযরত মাওলানা আতীকুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930