শিরোনামঃ-

» গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থী কোন কাজ জনগণ মানবে না : বাসদ

প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২৪ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক মতবিনিময় সভা মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৪টায় দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্টে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সংগঠক জুয়েল আহমদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর এরশাদ আহমদ, সামছুল আলম প্রমূখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে মূল আকাঙ্ক্ষা ছিল শোষণ-বৈষম্যহীন সমাজ নির্মাণ। এরই মধ্যে অন্তবর্তীকালীন সরকারের ৩ মাস পুর্তি হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এখনও সিন্ডিকেট ব্যবসার অবসান হয়নি। নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক।

বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী কোন জনগণ মানবে না।

বক্তারা বলেন, বিগত ১৫ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান।

বক্তারা নিত্যপণ্যের দাম কমানো, শ্রমজীবী মানুষের জন্য রেশনিং চালু, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান ও হয়রানির বন্ধের আহ্বান জানান।

বক্তারা আগামী ২৪ নভেম্বর বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে জনসভা ও গণমিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930