শিরোনামঃ-

» গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ৪র্থ মেধাভিত্তিক অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৪ | শনিবার

সুসভ্য, সামাজিক-মানবিক হতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে : প্রফেসর অরুনচন্দ্র পাল

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

সিলেট শিক্ষা বোর্ডের কন্ট্রোলার প্রফেসর অরুনচন্দ্র পাল বলেছেন, মানুষের মৌলিক অধিকারে মধ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা। শিক্ষা মানুষের প্রয়োজন, শিক্ষা মানুষের আচরণের পরিবর্তন করে, একজন মানুষ সুসভ্য, নম্র,ভদ্র হতে হলে, সামাজিক, মানবিক হতে হলে তার শিক্ষা গ্রহণ অগ্রাধিকার।

এই ফাউন্ডেশন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। গোলাম রাব্বানি চৌধুরী মৌলিক অধিকারের ৩টি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। আমরা অভিভ‚ত, সুন্দর কর্মকান্ড ও সামাজিক কর্মকান্ডের সাথে আমরা আছি।

আজ শনিবার (১৬ নভেম্বর) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান বলেছেন, গোলাম রাব্বানি মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে। পরীক্ষার দ্বারা সৎ কাজের প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়।

এভাবে বৃত্তি পরিক্ষার মাধ্যমে মেধা যাচাই হবে, তেমনি এলাকার শিক্ষার্থীরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। তারা আর্ন্তাজাতিক মানের প্রতিযোগি হিসেবে গড়ে উঠবে। সকলের অংশগ্রহণ যেন সুন্দর-সফল হয় সেই প্রত্যাশা করি।

গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ৪র্থ মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা করে বাঘা ইউনিয়নকিন্ডার গার্টেন এসোসিয়েশন।

পরিক্ষার হল পরিদর্শনকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শাবিপ্রবির সাবেক আইটি ব্যবস্থাপক এ এস, এম খয়রুল আক্তার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, আবুল খায়ের চৌধুরী শাহীন, গোলাম কিবরিয়া চৌধুরী, আবুল হাসনাত আলম, বদরুল আহমদ, ফয়জুর রহমান সুমন।

পরিক্ষা নিয়ন্ত্রক জাহাংগীর আলম সুহেল, মারুফ আহমদ, সায়েম আহমদ, রুপনরুদ্র পাল, মিলাদুর রহমান, রুমানা আক্তার হানিফা, নাছিম আহমদ, জাহাংগীর হোসেন প্রমুখ।

১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩শতাধিক শিক্ষার্থীরা মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930