শিরোনামঃ-

» মুক্তাক্ষর আয়োজিত সংবর্ধনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পদক প্রদান অনুষ্ঠিত

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’ আয়োজিত সংবর্ধনা ও রথযাত্রা উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় চৌখিদেখী নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তাক্ষরের উপদেষ্টা ড. শহিদুল ইসলাম এডভোকেট।

শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনে সংবর্ধনা দেয়া হয় কেন্দ্রীয় পরিষদের সদস্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির শামসুল বাসিত শেরো মহোদয়কে। সংবর্ধিত অতিথিকে প্রথমেই উত্তরীয় পরিয়ে বরণ করেন, মুক্তাক্ষরের অর্ণব কর।

ফুলেল শুভেচ্ছা জানায় স্কুলের প্রাথমিক শাখার আবৃত্তি শিক্ষার্থীরা। অংকন ফ্রেইম প্রদান করে স্কুলের মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা।

নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন স্কুলের সহকারী শিক্ষক আমির উদ্দিন পাভেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, শিশির সরকার অধ্যক্ষ নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ।

বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, আমির উদ্দিন পাভেল সহকারী অধ্যক্ষ নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজ।

মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই আবৃত্তি পরিবেশন করে মোহতাদিন আল্ মাহিয়ান, মারজানা মনসুর মাহজুবা, সুস্মিতা রায় জারিন তাবাসসুম, আজহার রহমান প্রমুখ।

সংবর্ধিত অতিথি উনার বক্তব্যে বলেন, প্রত্যেক শিশু-কিশোরা লেখাপড়ার পাশাপাশি শিল্প সংস্কৃতির অভিজ্ঞতার প্রয়োজন। তাতে মন যেমন আনন্দে থাকে তেমনি অভিজ্ঞতার সনদপত্রটিও ভবিষ্যৎ কর্মময় জীবনেও কাজে লাগে। বাংলার শিল্প সংস্কৃতি আগামী প্রজন্মের হাতে তুলে দিতে বর্তমান প্রজন্মের দায়বদ্ধতা আছে।

সবশেষে রথযাত্রার চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীরা সংবর্ধিত অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করে।

ক,খ,গ,ঘ বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা হলেন, রোহিত সরকার, অরুণাভ কর অভ্র, মানবিক দাস মেঘা, ঋতু দাশ, বর্ণিল দত্ত, নিপা মনি দেবী, ময়ূরেশ দাস মুগ্ধ, ঋত্বিলা দাশ, সর্ব জয়া দাশ ও সুনন্দন দাশ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930