শিরোনামঃ-

» সিএনজি ফিলিং এসোসিয়েশনের সাধারণ সভা

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২৪ | শনিবার

অবিলম্বে সিলেটের সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের লোড বাড়াতে হবে

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরী। সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বৃহত্তর সিলেটের গ্যাস থাকার পরও বৈষম্যের কারনে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট বিরাজ করছে। যার ফলে ব্যবসায়ীরা যানবাহনের চাহিদামতো গ্যাস সরবরাহ করতে পারছেন না।

এতে করে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন লেগে থাকে। গ্যাস সংকটের কারনে ব্যাবসায়ী এবং গাড়ির মালিক ও চালকরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। অবিলম্বে সিলেটে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের লোড বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।

এছাড়া তিনি সিলেট বিভাগে সবধরনের যানবাহনে মেয়াদোত্তীর্ণসহ সকল গ্যাস সিলিন্ডারগুলোতে টেস্ট না করে গ্যাস না নেয়ার জন্য চালকদের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়ার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন। ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে পারে তার লক্ষ নিয়েই এই সংগঠনটি সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে হবে। সভায় ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দেয়ার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ, এসোসিয়েশনের সিনিয়র সদস্য প্রফেসর সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আফসার ফাহিম, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ধর বাপ্পি, সদস্য মো. হুরায়রা ইফতার হোসেন, সৈয়দ সাইফুল ইসলাম, আলী ইফতেখার আহমদ, ফরহাদ আলী ইমন, মো. লোকমান আহমদ, স্যার জন রাসু, নাফিজ জুবায়ের চৌধুরী, হারুনু রশিদ, আনহার উদ্দিন, মো. আলী সুমন, মো. জাহিদুল হাসান, আকতারুল ইসলাম, মুরাদ আলী সুমন, মো. আব্দুল বাতেন, ওয়ালি মাহমুদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930