শিরোনামঃ-

» লালাবাজারে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৪ | মঙ্গলবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ করেছে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ইউনিয়নের করসনা আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ।

তিনি তার বক্তৃতায় বলেন, নতুন বাংলাদেশ গড়তে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে হবে। নিজেকে দক্ষ জনশক্তিতে পরিনত করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি আগামীর সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষা উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

বিশিষ্ট মুরব্বি আব্দুল মুমিন খানের সভাপতিত্বে, সংগঠক সুহেল খান ও ফাহিম খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম, ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,লালাবাজার ইউনিয়ন বিএনপি সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক ও লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা, লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার খান ফেরদৌস।

অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী রেজওয়ান আহমদ,মতিন মিয়া, ওয়েস খান, জুবায়ের আহমদ, শফিকুল হক শিশু, করসনা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান জালাল,

সহকারী শিক্ষক আজিজুল হক মামুন, অরুন চন্দ্র নাথ, ক্রীড়া সংগঠক রুনাম আহমদ, সমাজসেবী সেলিম খান,রানা খান, কামাল খান, সুবেল আহমদ শামিন, সাইদ খান,রাজন আহমদ, শিপন আহমদ, জাহেদ আহমদ, রাহি আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930