শিরোনামঃ-

» জুলাই বিপ্লবে জন্ম নেওয়া ‘টিম অনওয়ার্ড’ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত: ২৩. নভেম্বর. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

পূর্ণাঙ্গ কমিটি পেলো জুলাই বিপ্লবে জন্ম নেওয়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে গঠিত ‘টিম অনওয়ার্ড’।

মাহদি হাসান তাহসিনকে সভাপতি এবং মো. জিহাদ উল ইসলামকে সাধারণ সম্পাদক করে শনিবার (২৩ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক জিলাল চৌধুরী এবং সদস্য সচিব রাসেল আহমেদ।

টিম অনওয়ার্ডের সদস্য মো. মহররমের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন ২০২৪ এর অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এদেশের ছাত্রজনতা।

সারা দেশের ন্যায় সিলেটে-ও ছাত্রজনতা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল ফ্যাসিজমের বিরুদ্ধে। বক্তারা আরো বলেন, বিগত জুলাই বিপ্লবের সময় আন্তসম্পর্ক গড়ে উঠেছিল সমাজের নানা শ্রেণীর মানুষজনের সাথে। আমাদের সিলেট শহরেও যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য একটা অংশের সমন্বয়ে গড়ে উঠেছিল রিফোর্ম বাংলাদেশ নামে বিশেষ একটি প্লাটফর্ম। আমরা এই প্লাটফর্মের মাধ্যমে বিপ্লব পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা, বন্যায় সাহায্য, সামাজিক সংস্কারে সংঘবদ্ধ আওয়াজ তোলা-সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছি আমরা বিগত ৩ মাসে। পরবর্তী সময়ে বাস্তবিক বিবেচনায় আমরা আমাদের প্লাটফর্মের নাম পরিবর্তন করে ‘টিম অনওয়ার্ড’ নাম নির্ধারণ করে কার্যক্রম পরিচালনা করছি। বিগত ২ মাস আমরা আহবায়ক কমিটির মাধ্যমে আমরা আমাদের কার্যাবলী পরিচালনা করেছি।

পূর্ণাঙ্গ কমিটিকে চলতি বছরের ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ২০২৫ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত ১ বছরের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন, সভাপতি মাহদি হাসান তাহসিন, সাধারন সম্পাদক মো: জিহাদ উল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী নেওয়াজ, অর্থ বিষয়ক সম্পাদক হাবিবা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সালিম আহমেদ ইব্রাহীম, গণ-যোগাযোগ সম্পাদক মো:মহররম, আইটি সম্পাদক নাফিম জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক, আলবির আহমেদ, ক্রিয়া ও সংস্কৃতির বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সাদ্দাম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নজরে নিগার।

বিদায়ী আহ্বায়ক এবং সদস্য সচিব নবনির্বাচিত কমিটির উদ্দেশ্য বলেন, আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি, টিম অনওয়ার্ড আগামী ১ বছরে তার সামর্থ্যের সর্বোচ্চটুকুন দিয়ে সিলেট-সহ পুরো দেশের শিক্ষা, সংস্কৃতি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রেস কনফারেন্স অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, শিরন সৌরভ, মিনহাজুল ইসলাম সৌরভ, তাহমিদ সামাদ, আবু সুফিয়ান, মো. মাহদি হাসান ছামি, নাহিদুর রহমান, নাহিয়ান খান, সিদরাতুল মুনতাহা ফারদিন, ইমরান হাসমী অভিসহ টিম অনওয়ার্ডের সদস্যবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930