শিরোনামঃ-

» নগরীর রায়নগরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

প্রকাশিত: ১৮. এপ্রিল. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজ ষ্টাফ রিপোর্টঃ নগরীর রায়নগর আবাসিক এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৫/৭ জনের ডাকাতদল গ্রীল কেটে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে নগদ অর্থ সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে।

গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ৩টার সময় সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী রায়নগরের মৃত মুহিবুর রহমানের প্রত্যয় ৪৮নং বাসায় ৫/৭ জন হাফপ্যান্ট পরিহিত মুখোশধারী ডাকাতদল রান্না ঘরের জানালার গ্রীল কেটে ঢুকে বাসার সকল সদস্যকে বেধেঁ অস্ত্রের ভয় দেখিয়ে বাসায় রক্ষিত ২২ ভরি সোনা, নগদ পঞ্চাশ হাজার টাকা সহ দামী তিনটি মোবাইল সেট নিয়ে গেছে।

মৃত মুহিবুর রহমানের বড় ছেলে আদিল আদনান (৪৫) সিলেট বাংলা নিউজ’কে জানান, ডাকাতদল প্রথমেই রান্না ঘরের জানালার গ্রীল কেটে ঢুকে আমাকে ও ছোট ভাই রাফেল আদনান (৩৯) কে বেধেঁ ফেলে।

এরপর তারা পর্যায়ক্রমে আমার ৭০ বছরের বৃদ্ধ মা, আমার স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রীকে বাধেঁ।

আদিল আদনানের ছেলে মুনতাছির (১০), রাইকা (৬), ফিলজা (১) কেও ডাকাতদল বাধঁতে কুন্ঠাবোধ করেনি। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে শিশুরা। কিন্তু ডাকাতদল তাদেরকে কোন প্রকার ছাড় দেয়নি।

তিনি জানান, বাইরে মৃদু বৃষ্টি হচ্ছিল। এই সুযোগটুকু কাজে লাগিয়েছে ডাকাতরা। কারণ ঘর থেকে কাউকে ডাকলেও বাইরের কেউ শুনবে না।

020304এ ঘটনার পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল মাহমুদ সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ সাথে ছিলেন স্থানীয় ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ১৯নং ওয়ার্ড কাউন্সলর দিনার খান হাসু, বালাগঞ্জ-ওসমানী নগর উপজেলা চেয়ারম্যান মো. আবদাল আহমদ।

আরোও উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হুরায়রা ইফতার হোসেন, দপ্তরীপাড়া জামে মসজিদের মোতয়াল্লী আব্দুর রহিম আম্বিয়া, স্থানীয় বাসিন্ধা মো. তারেক আহমদ, সমাজসেবী ও স্থানীয় বাসিন্ধা আমিন তাহমিদ, সিলেট বাংলা নিউজ’র সম্পাদক মো. কামাল আহমদ সহ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৩৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930