- ২৪ নভেম্বর রেজিষ্ট্রারি মাঠে জমিয়তের গণসমাবেশ সফল করুন মুফতি মুজিবুর রহমান
- বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে র্যালি ও সভা
- ৩ শতাধিক মানুষের মাঝে খাবার ও শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করলো ক্লীন সিলেট
- আকবেটের ইউনিভার্সাল চিলড্রেনস্ ডে পালিত; শিশুদের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করতে হবে
- হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ‘হিজড়া যুব কল্যাণ সংস্থার’ উদ্যোগে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
- গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নে বিএনপির জনসভা
- ২৪ নভেম্বর জনসভা ও গণমিছিল সফল করুন : বাসদ
- রোটারি ক্লাব সিলেটের উদ্যোগে পানির ফিল্টার বিতরণ ও শিশু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত
- দক্ষিণ সুরমায় ব্র্যাকের অবহিতকরণ সভা
- কালোবাজারীদের হাত থেকে ট্রেনের টিকেট বিক্রয় বন্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টা সহ ৪ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান
» সিলেটের ওসমানীনগরে ভোট কেন্দ্র নিয়ে টানাটানি
প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজঃ সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে দেখা দিয়েছে উত্তেজনা।
দীর্ঘদিন থেকে ওয়ার্ডের বাসিন্দা মুজাম্মিল আলীর ডাক বাংলাতে ভোট কেন্দ্র থাকলেও এবার ইউনিয়ন নির্বাচনে সেটিকে দূরবর্তী স্থানে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা বলেন ভোট জালিয়াতির উদ্দেশ্যে একটি চক্র এই ষড়যন্ত্র করছে।
রবিবার দুপুরে ভোটকেন্দ্র স্থানান্তরের ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিযোগ এবং ভোটকেন্দ্র আগের স্থানে রাখার দাবি সিলেট জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন এলাকাবাসী। পরে জেলা প্রশাসকের পরামর্শ মতো তারা সিলেট জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।
তারা জানান, প্রশাসনের বিভিন্ন মহলেও বিষয়টি অবহিত করা হয়েছে। অপ্রয়োজনীয়ভাবে কেন্দ্র স্থানান্তরের চেষ্টার মাধ্যমেই জালিয়াতি চক্র নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চাইছে।
কিন্ত এলাকাবাসী তা হতে দেবে না। প্রয়োজনে সরকারি উদ্যোগে নির্মাণাধীন পাশ্ববর্তী স্কুলে কেন্দ্রটি স্থানান্তরের দাবি জানান তারা।
জানা গেছে, কাছাকাছি স্কুল না থাকায় দীর্ঘদিন ধরেই উপজেলার দয়ামীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্র হিসেবে স্থানীয় মুজাম্মিল আলীর বাংলো ব্যবহার হয়ে আসছিল।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বার্থান্বেষি একটি মহল ব্যক্তি উদ্দোগ্যে স্থাপিত দূরবর্তী একটি বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের চেষ্টা চালায়।
তারা এ ব্যাপারে প্রশাসনের কাছে ভুল তথ্য তুলে ধরে। বিষয়টি জানার পর স্থানীয় ভোটাররা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভোট কেন্দ্র স্থানান্তরের বিরুদ্ধে অভিযোগকারী ভোটাররা জানান, ৩নং ওয়ার্ডে সরকারের বিদ্যালয়বিহীন এলাকায় ‘১৫০০’ বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় বড় ধিরারাই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপনের কাজ চলছে।
অবশিষ্ট জায়গায় এলাকার শিক্ষানুরাগীদের নিজ উদ্দোগ্যে ৪ কক্ষ বিশিষ্ট একটি পাকা ভবন আছে। এটি এতোদিন ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসা মুজাম্মিল আলীর বাংলা থেকে ৪০০ ফুট দূরে অবস্থিত।
প্রয়োজনে এ বিদ্যালয়কেই ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু একটি চক্র কৌশলে দূরবর্তী ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র নিতে চাইছে।
এ বিষয়ে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সিলেট জেলা নির্বাচন অফিসের অধীনে আছে এবং তিনি এ ব্যাপারে নির্বাচন অফিসের কর্মকর্তাকে জানিয়ে দিয়েছেন।
যদি ভোট কেন্দ্র স্থানান্তর করা হয় তাহলে সেখানে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে।
এছাড়াও যেখানে ভোট কেন্দ্র সেখানে থাকাটাই ভালো হবে বলে তিনি মনে করছেন।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা উপজেলার নির্বাচন কর্মকর্তা ও বর্তমানে ওসমানীনগর উপজেলার নির্বাচন কর্মকর্তার দায়িত্বে থাকা মো. এমদদাদুল হক বলেন, ভোট কেন্দ্রের ব্যাপারে এখনো কোন সিন্ধান্ত হয়নি।
ভোট কেন্দ্র স্থানান্তরের ব্যাপারটি আগেকার এক অফিসারের কাছে কে বা কারা বলেছিলেন। ভোট কেন্দ্র স্থানান্থর করার প্রয়োজন হলে ঐ এলাকায় গিয়ে সকলের মতামত যাচাই করে স্থানান্তরের সিন্ধান্ত গ্রহণ করা হবে।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিনের সাথে এলাকাবাসী সাক্ষাৎ করলে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। তার আশ্বাস ও পরামর্শে এলাকাবাসী রবিবার সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলামের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন।
এসময় নির্বাচন কর্মকর্তা আগের জায়গাতেই ভোটকেন্দ্র থাকবে বলে তাদের আশ্বাস দেন। প্রয়োজনে এলাকাবাসীর সাথে কথা বলে উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
এসময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের বাসিন্দা মস্তাব আলী, কলমদর আলী, ছোয়াব আলী, মনোহর আলী, ছানু মিয়া, আব্দুর রজ্জাক, আব্দুল খালিক, এখলাছ আলী বাদল সহ প্রায় ২ শতাধিক ভোটার।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৪০ বার
সর্বশেষ খবর
- ২৪ নভেম্বর রেজিষ্ট্রারি মাঠে জমিয়তের গণসমাবেশ সফল করুন মুফতি মুজিবুর রহমান
- বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী, সিলেট শাখার কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে র্যালি ও সভা
- ৩ শতাধিক মানুষের মাঝে খাবার ও শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করলো ক্লীন সিলেট
- আকবেটের ইউনিভার্সাল চিলড্রেনস্ ডে পালিত; শিশুদের নিরাপত্তা ও উন্নয়নে কাজ করতে হবে
- হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে ‘হিজড়া যুব কল্যাণ সংস্থার’ উদ্যোগে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন; সভাপতি আব্দুল নুর, সেক্রেটারি আলাল উদ্দিন
- মধুবন মার্কেট সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৫ মে, প্রতীক বরাদ্ধ
- বালাগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনি বহিষ্কার
- হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন দরবস্ত শাখার নির্বাচন স্থগিত
- দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ২০২৪-’২৬ মেয়াদের কমিটি ঘোষণা; সভাপতি- ফুলর, সম্পাদক- নুরুল