শিরোনামঃ-

» স্বামী-সন্তানসহ নারী শ্রমিকরা সৌদি আরব যেতে পারবে

প্রকাশিত: ২৬. এপ্রিল. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বলেছেন, ‘নারী শ্রমিকরা স্বামী, ভাই ও সন্তান নিয়েও সৌদি আরব যেতে পারবেন।’
মন্ত্রী মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
সরকারি দলের সদস্য বেগম সানজিদা খানমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজ চালুর পর সার্ভারের তথ্যানুযায়ী ২০০৪ সালের ১৫ জুন থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৪ লাখ ৭৮ হাজার ৬২৩ জন বাংলাদেশি নারী শ্রমিক ছাড়পত্র নিয়ে ৬৮টি দেশে গমন করেছেন।’
সরকারি দলের সদস্য বেগম হাজেরা খাতুনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিগত জোট সরকারের আমলে বাংলাদেশের শ্রম বাজার সংকুচিত হয়েছিল।
ওই সময়ে বিশ্বের মাত্র ৯৭টি দেশে কর্মী পাঠানো হতো। বর্তমান সরকারের আমলে নতুন আরো ৫৪টি দেশে কর্মী পাঠানোসহ বর্তমানে এই সংখ্যা ১৬১টিতে উন্নীত হয়েছে।’
সম্পূরক প্রশ্নের জবাবের সময় মন্ত্রী জানান, ‘বিশ্বের বিভিন্ন দেশে ২০১৩ সালে ৪ লাখ ৯ হাজার ২৫৩ জন, ২০১৪ সালে ৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জন এবং ২০১৫ সালে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন বাংলাদেশী কর্মী গমন করেছে।’

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930