শিরোনামঃ-

» সিলেটে মাইক্রোসফট-ইয়াং বাংলার প্রশিক্ষণ

প্রকাশিত: ২৭. এপ্রিল. ২০১৬ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশে সার্ভিস ইঞ্জিনিয়ার তৈরির কাজ শুরু করেছে মাইক্রোসফট ও ইয়াং বাংলা। এরই অংশ হিসেবে সিলেট ও মৌলভীবাজারে ১২০ জন ‘ইয়াং বাংলা ভলান্টিয়ার’কে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
পাশাপাশি দেয়া হয়েছে মাইক্রোসফটের সার্টিফিকেট।
‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ এর তত্ত্বাবধানে ‘মাইক্রোসফট সার্ভিস ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট’ কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ দেয়া হয়েছে।’
২২ ও ২৩ এপ্রিল মৌলভীবাজার সরকারী কলেজ ও সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ দেয়া হয়।
অংশগ্রহণকারীরা যাতে নিজেদের কম্পিউটার ঠিক করার পাশাপাশি গ্রামে বসে অন্যদেরও এই সেবা দিতে পারেন সেজন্য এই প্রশিক্ষণ কর্মশালায় কম্পিউটারের সাধারণ সমস্যা সমাধানের উপায় শেখানো হয়।
এ ব্যাপারে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশীর কবির বলেন, ‘মাইক্রোসফট ও ইয়াং বাংলা একসাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের নিয়ে তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।’
সার্ভিস ইঞ্জিনিয়ার তৈরির এই উদ্যোগে সার্বিকভাবে সহযোগিতা করেছে ফিনিক্স বাংলাদেশ ফাউন্ডেশন। এই আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা ইত্তেফাক।
মাইক্রোসফট বাংলাদেশ’-এর বিশেষজ্ঞদের অধীনে এবং ‘ফিনিক্স বাংলাদেশ ফাউন্ডেশন’ এর সহযোগিতায় শুরু হওয়া ‘মাইক্রোসফট সার্ভিস ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট’ কর্মসূচি’র লক্ষ্য সারা দেশের প্রতিটি অঞ্চলে কম্পিউটার এবং ইন্টারনেটভিত্তিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ জনবল গড়ে তোলা, যারা মাঠ পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে সত্যিকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৩৮ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30