শিরোনামঃ-

» আফ্রিকার দেশ সিয়েরা লিওনে সরকারি ভাষা বাংলা (ভিডিও)!

প্রকাশিত: ০১. মে. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা। তবে বাংলাদেশ ছাড়াও আফ্রিকার একটি দেশের সরকারি ভাষাও বাংলা।

বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ভালোবেসে বাংলাকে সরকারি ভাষার ঘোষণা দিয়েছেন পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী দেশ সিয়েরা লিওনের রাষ্ট্রপতি। খবরটি সব বাঙালির জেনে রাখা উচিত।

সিয়েরা লিওন পৃথিবীর বৃহত্তম টাইটানিয়াম ও বক্সাইট উৎপাদনকারী দেশগুলোর একটি। তাছাড়াও সোনা ও হিরা উৎপাদনেও এগিয়ে সিয়েরা লিওন। আটলান্টিক মহাসাগরের তীরের এ দেশের অন্যতম সরকারি ভাষা বাংলা। অবিশ্বাস্য হলেও এটি সত্যি।

তবে দেশটির আপামর জনসাধারণ বাংলায় কথা বলতে পারেন না।

দেশটির জাতীয় পতাকা

এর কারণ জানতে গেলে একটু পেছনে যেতে হবে। ইউরোপের সাম্রাজ্যবাদের হাত থেকে ১৯৬১ সালে মুক্তি পায় দেশটি। স্বাধীনতার ৩০ বছরের মাথায়, ১৯৯১ সালে, প্রবল দুর্নীতি ও দেশের সম্পদ নয়ছয়ের প্রতিবাদে গৃহযুদ্ধ শুরু হয় এ দেশে। ২০০২ সাল পর্যন্ত চলে এ যুদ্ধ।

এ গৃহযুদ্ধ থামাতেই হস্তক্ষেপ করে জাতিসংঘ ও এ পর্যায়েই জাতিসংঘের পিসকর্পের প্রতিনিধি হিসেবে সিয়েরা লিওনে যান প্রায় ৫৩০০ বাংলাদেশি সৈনিক।

পিসকর্পের অবদানেই শেষ পর্যন্ত শান্তি ফিরে আসে সিয়েরা লিওনে ও এ অবদানের স্বীকৃতি হিসেবেই সেদেশের রাষ্ট্রপতি আলহাজ আহমেদ তেজান কাবাহ্ বাংলা ভাষাকে সিয়েরা লিওনের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930