শিরোনামঃ-

» কবি ফোরামের লেখক উদ্বুদ্ধকরণ ও গুণীজন সম্মাননা

প্রকাশিত: ০১. মে. ২০১৬ | রবিবার

সিলেট বাংলা নিউজঃ জালালাবাদ কবি ফোরামের আয়োজনে লেখক উদ্বুদ্ধকরণ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে সম্পন্ন হয়েছে।

জালালাবাদ কবি ফোরামের সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও কবি, সংগঠক সিদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত হন রাজনীতিবিদ সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কবি ও গবেষক মুকুল চৌধুরী, সাংবাদিক ও সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, গবেষক ও কবি মুসা আল হাফিজ, সংগঠক প্রভাষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, অ্যাড. আব্দুস সাদেক লিপন, সম্পাদক আল-ইসলাহ; ছড়ায় অজিত রায় ভজন, কবি ও রাজনীতিবিদ সাবিনা আনোয়ার, কাব্য সমালোচনায় কবি অধ্যাপক বাছিত ইবনে কবীর, কবিতায় কবি মামুন সুলতান, শিক্ষায় আব্দুল্লাহ আল মামুন, গল্পে জসিম আল ফাহিম, তরুণ ছাত্রনেতা শাহরিয়ার আলম সামাদ, এছাড়া তরুণ ব্যবসায়ী রোটারিয়ান মিজানুর রহমান ও রোটারিয়ান আবু সালেহ ইয়াহয়িয়া, তরুণ গল্পকার মিনহাজ ফয়ছল, তরুণ কবি সংগঠক সিদ্দিক আহমদ, প্রবাসী কবি শাহ কামাল আহমদ।

অনুষ্ঠানে শিশির মনির, হাবিবুল্লাহ মিসবাহ, জহীর মুহাম্মদ, এম এ ফাত্তাহ, ইছমত হানিফা চৌধুরী, এম. শহীদুজ্জামান চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, তাজরিয়ান পলি, সৈয়দ আছলাম হোসেন, কানিজ আমেনা কুদ্দুস, শামিমা কালাম, চৌধুরী মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মোস্তাক চৌধুরী, মাহবুব এ রহমান, জীবন কৃষ্ণ সরকার, শাহ মোহাম্মদ আলমগীর, আবু সাঈদ রুপিয়ানকে তরুণ লেখক উদ্বুদ্ধকরণ ক্রেস্ট প্রদান করা হয়।

কবি তারেক মনোয়ারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত সকল গুণীজন তাঁদের অভিব্যক্তি প্রকাশ করেন।

আসাদ উদ্দিন আহমদ বলেন- জালালাবাদ কবি ফোরাম সাহিত্যচর্চার পাশাপাশি গুণীজনের মূল্যায়নে যেভাবে কাজ করছে তা প্রশংসার দাবিদার।

নিঃসন্দেহে জালালাবাদ কবি ফোরাম বাংলাদেশের আইকন সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্তি করেন।

জালালাবাদ কবি ফোরামের সাধারণ সম্পাদক কবি সিদ্দিক আহমদ সকল গুণীজন ও লেখকদের কৃতজ্ঞতা জানিয়ে জালালাবাদ কবি ফোরামে ব্যাপকভাবে সাড়া দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাবিপ্রবি’র সহকারী অধ্যাপক কবি সুমন আকন্দ, মহিলা নেত্রী সাজনা সুলতানা হক চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক আহমদুল হক বেলাল, রোটা. শেখ নুরুল ইসলাম খালেদ।

কবি মুকুল চৌধুরী বলেন- কাব্যচর্চা মানুষকে নব্যতা, ভদ্রতা শেখাতে সাহায্য করে। কাব্যচর্চা মানুষকে মননশীল করে তোলে।

সাংবাদিক আব্দুল হামিদ মানিক বলেন- সাহিত্য এমন এক জিনিস যা চিন্তা-চেতনাকে প্রখর ও সমৃদ্ধ করে।

উক্ত অনুষ্ঠানে কবি লেখক সৈয়দ আসলাম হোসেনের ‘মাসিক সুবাস’ এর মোড়ক উন্মোচন করা হয়।

প্রবাসী কবি শাহ কামাল আহমদের ‘প্রজাপতি মন আমার’ বইটি সবার মধ্যে বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬০ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930