শিরোনামঃ-

» সড়ক দুর্ঘটনায় নিহত ‘দেশী দশ’ এর বিক্রয়কর্মী শাকিল (১৯)

প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার

সিলেট বাংলা নিউজঃ মে দিবসের ছুটি কাটানো হলো না সিলেট সরকারি কলেজের ছাত্র ও কুমারপাড়াস্থ পোশাক শিল্প প্রতিষ্ঠান ‘দেশী দশ’-এর বিক্রয় কর্মী মাহফুজুর রহমান শাকিল (১৯)-এর।

রোববার বেলা ২টায় পর্যটকবাহী মিনিবাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শাকিল। এ ঘটনায় আহত হয়েছেন তার আরো ২২ সহকর্মী।

শাকিল সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়ার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন-একই প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী তানভীর, বাপ্পী, তারেক, আনোয়ার, ছামি, অপি, কিবরিয়া, শ্রীভাস, সালেহ, শাহরিয়ার, জামাল, খালেদ ও শামীম।

পুলিশসহ স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, মে দিবসের সরকারি ছুটি উপভোগ করতে ‘দেশী দশ’ এর ২৩ কর্মী একটি টাউন বাস ভাড়া করে গোয়াইনঘাটের পর্যটন স্পট ‘পান্তুমাই’য়ে যায়।

সকাল ১০টার দিকে সেখানে পৌঁছে তারা সেখানকার সৌন্দর্য্য উপভোগ করে। এরপর তাদের বহনকারী বাস সিলেট নগরীর উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে সিলেট-গোয়াইনঘাট সড়কের গোয়াইনঘাট ডিগ্রী কলেজ সংলগ্ন উনাই ব্রীজের কাছে তাদের বহনকারী টাউন বাস খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে শাকিল নিহত এবং অপর ২২ জন আহত হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত শাকিলের লাশ গোয়াইনঘাট থানা কমপ্লেক্সে রাখা হয়েছে। সিলেট থেকে স্বজনরা ফেরার পর লাশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৯ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30