শিরোনামঃ-

» গ্যাস সংযোগ না পেলে আন্দোলনে নামার হুমকী বিসিক শিল্প উদ্যোক্তাদের

প্রকাশিত: ০৩. মে. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজঃ নতুন শিল্প কারখানায় গ্যাস সংযোগ না পেলে আন্দোলনে নামার হুমকী দিয়েছেন সিলেট বিসিকের শিল্প উদ্যোক্তারা।

তাদের দাবি- কল-কারখানা স্থাপনে বিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় পানি সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের সুবিধার কথা উল্লেখ থাকলেও সিলেট বিসিকে সে অনুযায়ী সুবিধা পাচ্ছেননা তারা।

তাছাড়া সরকারের গ্যাস সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে নতুন শিল্প কারখানাকে সংযোগ দেওয়া হচ্ছে না। এজন্য ফিজা অ্যান্ড কোং, রসমেলাসহ নতুন প্রতিষ্ঠানগুলো উৎপাদনেও যেতে পারছে না।

সোমবার দুপুরে নগরীর গোটাটিকরস্থ ফিজা টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা জানান বিসিক শিল্প মালিক সমিতি নেতারা। গ্যাস সংযোগ প্রদান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, রাস্তা ঘাটের উন্নয়নের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গোটাটিকরস্থ বিসিকে ৬২টি শিল্প কারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ২৫শ’ কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এসব কারখানা থেকে বছরে ১০৭.২ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়।

এখন আরো নতুন কয়েকটি শিল্প কারখানা বিসিকে গড়ে উঠেছে কিন্তু গ্যাস সংযোগের অভাবে এই কারখানাগুলো উৎপাদন শুরু করতে পারছে না।

শিল্প মালিকরা বলেন, যেসব প্লটে গ্যাস সযোগ দেওয়া হচ্ছে না সেগুলোতে আগে সংযোগ ছিলো। কিন্তু সম্প্রতি মালিক ও শিল্পের ধরণ পরিবর্তন হওয়ায় এখন আর সংযোগ প্রদান করা হচ্ছে না।

এছাড়া বিসিক শিল্প এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেওয়ার কথা থাকলেও এখানে প্রায় সময়ই বিদ্যুৎ থাকে না।

বিদ্যুতের আসা যাওয়ার কারণে কল কারখানার বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয় এবং জেনারেটর ব্যবহার করে উৎপাদন অব্যাহত রাখতে হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিসিকের ভেতরের ভাঙ্গাচুরা সড়ক ও পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।

সিটি করপোরেশন ও বিসিককে কর পরিশোধ করলেও সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারে তারা আন্তরিক নয় উল্লেখ করে ব্যবসায়ী নেতারা বলেন, বৃষ্টি হলেই বিসিকের ভেতরে হাটু পানি জমে যায়। আর সড়কগুলো তো যানবাহন চলাচলের একেবারে অনুপযোগী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আলীম ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান আলীমুল এহসান চৌধুরী।

এসময় মালিক সমিতির সভাপতি কাজী মঈনুল ইসলাম, আলীমুছ ছাদাত চৌধূরী,  তারেক চৌধূরী,  মঈনউদ্দীন, নুরুল ইসলাম সুমন, কাজী মো. জয়নুল হক, তজমুল আলী,  আব্দুল হাই, আবুল কালাম আজাদ, সৈয়দ মুজিবুর রহমান, সৈয়দ জিয়াউস সামস্, জওয়াহের হোসেন চৌধূরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলীমুল এহসান চৌধুরী বলেন, শিল্পে গ্যাস সংযোগ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদান না করা হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।

নতুন প্রতিষ্ঠিত শিল্প কারখানা ফিজা এন্ড কোং’র ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল বলেন, আমি ২৫ কোটি টাকা বিনিয়োগ করে এখানে কারখানা স্থাপন করেছি।

এখন গ্যাস সংযোগের অভাবে উৎপাদন শুরু করতে পারছি না। আবার ব্যাংকে মাসে মাসে কিস্তিও দিতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেউলিয়া হয়ে যেতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৭ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930