শিরোনামঃ-

» আজ ৫ রাজাকারের রায়

প্রকাশিত: ০৩. মে. ২০১৬ | মঙ্গলবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন  ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন।

অন্য ৪ আসামি হলেন- শামসুদ্দিন আহমেদের সহোদর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন।

আসামিদের মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ শুধু গ্রেপ্তার আছেন।

এর আগে গত ১১ এপ্রিল উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন।

ওই দিন আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।

শামসুদ্দিন আহমদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা। বাকিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রসিকিউটর আব্দুস শুক্কুর খান শুনানি করেন।

এর আগে আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনের মতো ৭টি মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযাগ আনা হয়।

২০১৫ সালের ১৩ মে ৫ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৮ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930