শিরোনামঃ-

» মহানগরীতে উল্টোপথে গাড়ি চলাচল বন্ধে হাইকোর্টের রুল জারি

প্রকাশিত: ০৫. মে. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীতে উল্টোপথে যান চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি সৈয়দ মোহম্মাদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম শাহিদুল হকের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী, আইনজীবী আবদুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম ও অ্যাডভোকেট বেলায়েত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশিরউল্লাহ।

আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, শিক্ষাসচিব, বিআরটিএ কর্তৃপক্ষ, পুলিশের আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ২মে রাস্তার উল্টোপাশ দিয়ে বাস চলাচল বন্ধে রুল জারির আর্জি জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আলী বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ৪০(২) ধারা অনুযায়ী রাস্তার উল্টোপাশ দিয়ে গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ।

তিনি বলেন, ‘উল্টোপাশ দিয়ে গাড়ি চলার কারণে ঢাকা শহরে যানজট বেড়ে চলছে। এ ছাড়া এটা দুর্ঘটনারও অন্যতম কারণ। এ কারণেই জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করি’।

এই সংবাদটি পড়া হয়েছে ৫১২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930