শিরোনামঃ-

» যাত্রীর পেট থেকে স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ১৯. মে. ২০১৬ | বৃহস্পতিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেট থেকে ১৫টি স্বর্ণের বারসহ ২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। এ ঘটনা ২ যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- এমএস ভূঁইয়া (৫১) ও সম্রাট সয়াল (২৫)। ভূঁইয়ার বাড়ির চাঁদপুর কচুয়ায় ও সম্রাটের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে।
কাস্টমসের সহকারী কমিশনার তারেক মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় কুয়ালালামপুর-ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই ২ যাত্রী শাহজালাল বিমানবন্দরে পৌঁছে।
এদের মধ্যে ভূঁইয়ার লাগেজে থেকে ৫৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। একই সঙ্গে তার সহযাত্রী সম্রাটের পেটে স্বর্ণ বারের তথ্য মিলে। তারপর তাদেরকে উত্তরা বাংলাদেশ মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্প্রে করা হয়।
এরপর সম্রাটকে একটি বিশেষ ওষুধ খাওয়ানোর পর পেট থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই ১৫টি স্বর্ণের বারের ওজন দেড় কেজি।
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫২৪ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930