শিরোনামঃ-

» অনলাইন পত্রিকাগুলোকে নীতিমালার আওতায় আনা হবে

প্রকাশিত: ২০. মে. ২০১৬ | শুক্রবার

সিলেট বাংলা নিউজঃ অনলাইন গণমাধ্যমগুলোর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই অনলাইন নিউজ পোর্টালগুলোকে নীতিমালার আওতায় এনে নিবন্ধন করা হবে।

দেশের সব প্রেসক্লাবে সরকারি অনুদান দেয়ার চিন্তা ভাবনা সরকারের রয়েছে।

প্রেসক্লাবগুলোকে সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে থোক বরাদ্দ দেয়ার কথাবার্তা চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।

বুধবার (১৮ মে) রাতে সিলেট প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার সমালোচনা সহিষ্ণুতার সরকার আপনারা সঠিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা করেন তাতে সরকার উপকৃত হবে।

তথ্যমন্ত্রী বলেন, সরকার সংপাদপত্রের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। তিনি নীতি নৈতিকতার মধ্যে থেকে বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের আহবান জানান।

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আবদুল আহাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মাহা’র স্বত্তাধিকারী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম এবং জাসদের জেলা সভাপতি লোকমান আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক খালেদ আহমদ।

এতে বিভিন্ন গণমাধ্যমের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৪৮২ বার

Share Button

Callender

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930